The easiest way to create your perfect website.
Adjustable elements and shortcodes, beautifully coded for you.
অত্র অঞ্চলের ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষার সফলতা এবং ভবিষ্যতে যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণে বর্তমান সময়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এর পর ৬ষ্ঠ শ্রেণীর অধ্যয়নকালীন সময়ে নিজের মেধাকে শানিত করতে ও মেধা বিকাশের জন্য বিশেষ প্রয়োজন ইংরেজী, সাধারণজ্ঞান, বুদ্ধিমত্তা সহ বিষয় ভিত্তিক জ্ঞান অর্জন। এ ধরণের একজন শিক্ষার্থীর জ্ঞান অর্জনে এবং পূর্ণ প্রস্তুতির ক্ষেত্রে গোল্ডেন সান ক্যাডেট কোচিং সেন্টার সর্বাঙ্গীন সহযোগিতা করে থাকে।
গোল্ডেন সান ক্যাডেট কোচিং সেন্টার বৃহত্তর যশোর জেলা তথা বাংলাদেশের সবচেয়ে পুরানো কোচিং সেন্টারগুলোর মধ্যে অন্যতম। যা ১৯৭৪ সাল থেকে যাত্রা শুরু করে আজ পর্যন্ত একটি বৃহৎ প্রতিষ্ঠানরূপে দাঁড়িয়ে আছে। প্রতিষ্ঠানটিতে ভর্তির জন্য মেডিকেল ফিটনেস শারীরিক যোগ্যতা ও পূর্বজ্ঞান যাচাই সহ অন্যান্য বিষয়ে দৃষ্টি রেখে ভর্তি করা হয়। এতে করে সম্মানিত অভিভাবকগণকে অযথা হয়রানি হতে হয় না।
আমরা মনে করি ছাত্রছাত্রীদের পড়াশোনার সফলতা নিভরও করে তিনটি স্তরের সমন্বয়ে। শিক্ষার্থী + শিক্ষক + অভিভাবক। আর এই তিনটি স্তরের সমন্বয় সাধনের ফলে সফলতায় বিগত ৪৪ বছরে আমাদের সুনাম উত্তরোত্তর বৃদ্ধিসহ দেশের সর্বত্র বিস্তার লাভ করেছে এবং এখনো করছে। পুথিগত বিদ্যার পাশাপাশি আদর্শ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ার লক্ষ্যে নৈতিকতা তথা বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া, যা ভবিষ্যতে যে কোন প্রতিযোগীতায় কৃতিত্বের সাথে সাফ্যলের দ্বার গোড়ায় পৌঁছে দিতে পারে, যেটা তার জীবন চলার পথে কথা বলবে।
যেহেতু আমাদের প্রতিষ্ঠানটি দীর্ঘ ৪৪ বছর ধরে ধারাবাহিক সফলতার সাথে শিক্ষা কার্যক্রমে ভূমিকা রেখে আসছে, সেহেতু আমাদের সফলতা ধরে রাখা আমাদেরই দ্বায়িত্ব।
এই দ্বায়িত্বের কথা বিবেচনায় রেখে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবার আশা করছি। আমরা বিশ্বাস করি “শিক্ষার্থীর সফলতা মানেই আমাদের সফলতা এবং ব্যার্থতা মানেই আমাদের ব্যর্থতা।”
গোল্ডেন সান ক্যাডেট কোচিং সেন্টার এ প্রতিবছর লিখিত, মৌখিক ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। প্রতিবছর এর ধারাবাহিকতায় এ বছরও একই পদ্ধতিতে শিক্ষার্থীদেও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আমাদেও শিক্ষক যারা আছেন তাঁরা সকলেই উচ্চ শিক্ষিত, মেধাবী, অভিজ্ঞ ও প্রাক্তন ক্যাডেট, বিধায় আমরা সুশৃঙ্খল ও সুনামের সাথে এগিয়ে চলতে পারছি।